|
Date: 2022-12-31 13:38:22 |
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগরে ৫ দিনের বড়দিন উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জামালনগর ক্যাথলিক মিশন মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়দিন উদ্যাপন কমিটির সভাপতি মাস্টার লালন সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক সাহেব আলী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা আ’লীগ নেতা ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসাইন, চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, আশাশুনি উপজেলা শ্রমিকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হুমায়ুন কবির সুমন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আঙ্গুর, সাবেক চেয়ারম্যান উপজেলা আ’লীগ নেতা আব্দুল আলিম মোল্যা, উপজেলা কৃষকলীগের সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলী, সাধারণ সম্পাদক মতিলাল সরকার প্রমুখ।
© Deshchitro 2024