|
Date: 2022-08-14 19:14:47 |
◾মুজিবের জন্য◾
অলোক আচার্য
এই বাংলার বুকে জমে আছে মেঘ
থেমে আছে তেরোশত নদী
এই বাংলার সব বৃক্ষ নির্বাক গুচ্ছ সারি
মাটির প্রতিটি কণা তখন প্রতিবাদী।
সে মাটির কণা বঙ্গবন্ধুর কথা বলে
সে মাটির কণা শেখ মুজিবের জন্য কাঁদে।
চারদিকে এত সুবিশাল জলরাশি
বুক জুড়ে যে ঢেউ
তার কথা কখনো শুনেছে কেউ?
সে ঢেউ বঙ্গবন্ধুর কথা বলে
সে ঢেউ শেখ মুজিবের জন্য কাঁদে।
© Deshchitro 2024