শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠ হাই স্কুলের ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষার্থীকে অম্বিকা স্মৃতি পদক প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ জেলেখালী ত্রিপানি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার বিকালে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে অম্বিকা স্মৃতি পদক প্রদান করা হয়। অম্বিকা স্মৃতি পদক প্রাপ্ত হল ষষ্ঠ থেকে ৭ম শ্রেণিতে উর্ত্তিন শিক্ষার্থী মাহদী হাসান মাহি। অম্বিকা স্মৃতি পদক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সিগঞ্জ ইউপির চেয়ারম্যান অসীম কুমার মৃধা ও অম্বিকা স্মৃতি পদকের ট্রাষ্টি বোর্ডের প্রধান শিক্ষক রনজিৎ কুমার বর্মন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধনঞ্জয় কুমার মিস্ত্রী, মোঃ ইসহাক আলী, শিক্ষক গৌর পদ মন্ডল, রিপোর্টার রনজিৎ বর্মন, ইউপি সদস্য শ্যামল মন্ডল, দেবাশিষ গায়েন, প্রভাষক আবু তালেব, মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, বিদ্যালয়ের এসএমসি সদস্যবৃন্দ ,অভিভাবকবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রকে অম্বিকা স্মৃতি পদক প্রদান করছেন ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা সহ অতিথিবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024