নকিপুর সরকারি হরিচরণ পাইলট হাই স্কুলের ফল প্রকাশ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীর সম্মাননা প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রমিজ মিঞা, বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, বুয়েটের শিক্ষক ও বিদ্যালয়ের ছাত্র মোঃ নাহিদ হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষকবৃন্দ,সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক বিপ্রকাশ মন্ডল,শিক্ষার্থী আনিকা প্রমুখ।

অনুষ্ঠানে বুয়েটের শিক্ষক ও নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নাহিদ হাসানকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীর সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা প্রদান করছেন ইউএনও আক্তার হোসেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024