◾মায়ামাখা রূপ◾

রেজাউল করিম (সাকিব)


ভালোলাগেনা শহরটাকে 
দেখা যায় না আকাশটাকে;
অথচ গ্রামের পাশে
আকাশটা নেমে থাকে।

সরু ঐ গাছটি ছুতে চায় আকাশটাকে
আকাশ আর সবুজের মাঠে
হরেক রকমের খেলা খেলে
গ্রামের সকলে হাসি মাখা মুখে,
এই খেলা দেখে
সন্ধ্যায় কলরব
পাখিরা নীড়ে ছুটে।

রাতের আকাশে তারারা জ্বলে
বাঁশ ঝাড়ের মাঝে
চাঁদটা যেন লুকোচুরি খেলা খেলে 
জোনাকিরা ছুটে আসে 
হাজার মিটিমিটি বাতি নিয়ে
কৃষকেরা রাতে
তাদের এই বিনোদন দেখে 

কুকিলের গানের ডাকে, 
তাল মিলিয়ে গান ধরেছে
গ্রামের দামাল ছেলে
ঝিঁঝিঁ পোকার ডাকে 
সবাই ঘুমিয়ে পড়েছে

ভোরে, কৃষক যেন চোখ খোলে
ফজরের আযান শুনে, 
পাখির কলরবে, 
যেন সকল ফুলেরা রঙ পায় খুঁজে 

আমার গ্রামে
অপরূপ রূপে সাজে,
সকাল সন্ধ্যা রাতে
এই মায়ামাখা রূপে
আলো ছায়ারা খেলা করে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023