|
Date: 2023-01-01 09:35:37 |
বেগমগঞ্জ গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পাঠ্যপুস্তক দিবস পালিত।
বেগমগঞ্জ গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ গোলাম ফারুক ভূঁইয়া।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন ও বিদ্যালয় পরিষদ অভিভাবক সদস্য মোঃ জাফর উল্যা।
পহেলা জানুয়ারি ২০২৩ রবিবার সকাল ১১টা গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠানের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউদুল আজম পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ বেলাল হোসেন।
উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্যে বলেন, অতীতের চেয়েও ২০২২ সালে সর্বোচ্চ রেজাল্ট করেছে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা। আমরা চাই আগামী তো আরো বেশি বেশি করে শিক্ষার মান উন্নয়ন ও বাড়াতে হবে।
© Deshchitro 2024