নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বই বিতরণ উৎসব-২০২৩ উপলক্ষে ১ জানুয়ারি রবিবার দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনামূল্যে উপহার বই বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। 

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন শ্রেণিতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এর মধ্যে এক ধরনের সার্বজনীনতাও রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। তারা আগে পুরনো বই দিয়েই বছর পার করত। এখন সবার হাতেই নতুন বই। তাই উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের শিশু-কিশোর শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে পাঠ্যপুস্তক উৎসবে শামিল হয়েছে।

বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা হাসিনা বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের দিবা শাখার ভারপ্রাপ্ত সহকারী শিক্ষিকা আমজুদা পারভীন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দদের বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাতী শাখার সিনিয়র শিক্ষক  (ইংরেজি) কৃষ্ণ কান্ত রায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024