|
Date: 2023-01-01 16:16:27 |
শোনো ওহে অট্টালিকার শিশু তুমি
শীতের গল্প শোনো,
পথের ধারে টোকাই নামক শিশুটি
সুয়ে আছে এখনো।
তার নাই পিতামাতা
নাই তার আপনজন,
টোকাই রুপে হয়নি জন্ম
তবুও সে টোকাই এখন।
শীতের রাতে খালি গায়ে
রাত কাটায় পথের ধারে,
অট্টালিকায় থাকো তুমি
খুব আরাম করে।
শীত সকালে গরম খাবার
তোমার টেবিল ভরা,
অন্যদিকে টোকাই শিশুর
ভীষণ মন মরা।
শীতের রাতে থাকো তুমি
লেপ কম্বল গায়ে,
অথচ সেই পথশিশুর দিন রাত্রি
কাটে আহার হীন হয়ে।
শীত এলেই চাই তোমার
নতুন শীতের পোশাক,
টোকাই নামক পথশিশুর
জোটেনা একটু ভাত শাক।
অট্টালিকায় থাকো তুমি
বেশ আরাম করে,
ফুটপাতের প্লাস্টিক পুরিয়ে
টোকাই শিশু শরীর গরম করে।
আফরিনা সুলতানা ঈশিতা
শিক্ষার্থী, স্নাতক ৪র্থ বর্ষ (বাংলা বিভাগ)
সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ,
আগলা-নবাবগঞ্জ, ঢাকা।
© Deshchitro 2024