|
Date: 2023-01-01 16:22:16 |
মনপ্রাণে যাকে বিশ্বাস করি
তিনি মোদের প্রভু,
তিনি মোদের সৃষ্টিকর্তা
ঈমান আনি কভু।
যিনি মোদের জীবন দাতা
তিনি মোদের রব,
যিনি মোদের রিজিক দাতা
মহান প্রভুই সব।
সারা জাহানের মালিক যিনি
তারই সিজদাহ্ করি,
যাহার হাতে জীবন-মরণ
তাকেই মোরা ডরি।
নামাজ রোজা যাহার হুকুম
তাহার আদেশ মানি,
জন্ম নিলে মরতে হবে
মহান প্রভুর বাণী।
পাহাড় পর্বত, মানুষ, গাছপালা
যে-ই প্রভুর সৃষ্টি,
তার হুকুমে গাছের পাতা লড়ে
তার ইশারা ঝড়বৃষ্টি।
গোলাপ মাহমুদ সৌরভ
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।
© Deshchitro 2024