নিশির আধার কেটে যেথায় 

শীতের সকাল আসে, 

সবুজ অঙ্গন মুক্তদানায় 

মিটি মিটি হাসে। 


ধূসর বরন সুনীল আকাশ 

কুহেলিকায় যায় ছেয়ে, 

পাতার ঠোঁটে কুসুম ফুটে 

শুভ্র শিশিরে নেয়ে। 


পাতায় পাতায় ঝরে শিশির 

শীতল হাওয়া বহে, 

কুঞ্জে কুঞ্জে উড়ে ভ্রমর 

গুণ গুনিয়ে গাহে। 


প্রজাপতি মাখে গায়ে 

হাজার ফুলের রেনু, 

নতুন ভোরের বার্তা জানায় 

গোহাল বাধা ধেনু। 


রোমে রোমে যেন লাগে 

হিমেল আবেশ লাগে, 

কুয়াশার চাদর ভেদে 

জাগে পৃথিবীটা জাগে। 




সেগুফতা আনসারী 

সিলেট সদর, সিলেট। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024