|
Date: 2023-01-02 04:22:46 |
মহান বিজয়ের মাস উপলক্ষ্যে "নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন" এর ৫০ তম প্রযোজনায় গতকাল নারায়গঞ্জের আলি আহম্মদ চুনকা নগর মিলনায়তনের নাট্যশালা অডিটোরিয়ামে মঞ্চায়িত হয় নাটক "এই দিন সেই দিন"।
নাটকের নির্দেশনায় ছিলেন নাট্যজগতের অন্যতম পরিচিত মুখ মীর আনোয়ার হোসেন। মহান বিজয় ও মুক্তিসংগ্রামের ইতিহাসে একজন বীরঙ্গনা মায়ের বেদনাবিধুর গল্পে নাটকটির মূল ভাবনা রচিত ছিলো। নাটকটির রচনা করেছেন মামুন খান। দর্শকমহলে ঘটনাবহুল ইতিহাসের করুন ছাপ ফেলে নাটকটি বেশ প্রশংসা কুড়িয়েছে।
অভিনয়ে ছিলেন মীর আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন দিলু, খবির আহমেদ, মামুন খান ও মিষ্টি। উক্ত অনুষ্ঠানে চমৎকার নৃত্য পরিবেশনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদের সদস্য শাহরিন দৃষ্টি। জমকালো এই নাট্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৬ বছর পেরিয়ে ৪৭ তম বছরে পা রাখলো নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন।
© Deshchitro 2024