শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হল রুমে “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোর্শেদা আক্তার মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস এর নির্বাহী পরিচালক ইমরুল কায়েস, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ। সভার সভাপতি ইউএনও ফারুক আল মাসুদ আলোচনা সভায় বলেন, বর্তমান সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের দুস্থ, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ ৫৪টি কল্যাণমূলক সেবা প্রদান করছেন। সভায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত এতিমখানা সমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024