অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।


বরখাস্ত কর্মীরা হলেন ডিএসসিসির অঞ্চল-১-এর উপকর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোরকিপার রুহুল আলম ও অঞ্চল-৪-এর রেন্ট অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ রমজান আলী। 


সোমবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা ভিন্ন ভিন্ন তিন অফিস আদেশে তাদের অপসারণ করা হয়।


সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024