|
Date: 2023-01-02 13:25:49 |
স্বাধীনতার পক্ষের কথা বলে” এই স্লোগানে ২০১৯ সালের ১ই জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠা হয় “মডেল প্রেসক্লাব”। আজ ২ জানুয়ারি ২০২৩ সোমবার দুপুর ১২.০০ টায় প্রেসক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়স্থ নিজস্ব অফিসে দ্বিতীয় তলায় মডেল প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, আশরাফুল ইসলাম রন্ঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।এ সময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস সাইনক শান্ত, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব সাংবাদিক শাহীন আকতার,প্রচার সম্পাদক সাংবাদিক রিপন আলী,মডেল প্রেস ক্লাবের সদস্য মোঃ জমশেদ আলী, নাসিরুল ইসলাম, সোহেল রানা,আলামিন,আলেক উদ্দীন দেওয়ান সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
এ সময় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রেসক্লাবটির ভবিষ্যৎ উজ্বল কামনা করে অতিথিরা।
© Deshchitro 2024