মিরসরাইয়ে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের আওতায় মাঠ দিবস, কারিগরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর জামালপুর গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক ওমর ফারুক, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং কর্মকর্তা আবু কাইসার মোহাম্মদ সরোয়ার, উপ-সহকারি কনিকা মজুমদার, হৃদয় চন্দ্র দাশ প্রমুখ।
প্রধান অতিথি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, দেশের জনসংখ্যা বাড়ছে, কমছে কৃষি জমি। ফলে আমাদের নতুন প্রযুক্তির মাধ্যমে অল্প জমিতে বেশি ফলনের ব্যবস্থা করতে হবে। আমরা বস্তায় আদা চাষের মাধ্যমে সংসারের চাহিদা মিটিয়ে বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024