|
Date: 2023-01-03 10:56:28 |
শেরপুরের ঝিনাইগাতী সোনালী ব্যাংক শাখার ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে শেরপুর সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডিজিএম এর ইংরেজি নববর্ষ ২০২৩ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় করেছেন। ২ জানুয়ারী সোমবার শুভেচ্ছা বিনিময়কালে ঝিনাইগাতী সোনালী ব্যাংক শাখার ম্যানেজার মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে ডিজিএম শ্যামল কুমার মন্ডলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় শেরপুর প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মিজানুর রহমান, সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার প্রিন্সিপাল অফিসার (পিও) মোঃ হাদি ইসলাম, সিনিয়র অফিসার (এসও) রিয়াজ নোমান, সিনিয়র অফিসার ক্যাশ (এসওসি) শাহ কামাল, সিনিয়র অফিসার ক্যাশ (এসওসি) সৈয়দ ইমান উদ্দিন ইলাহী উপস্থিত ছিলেন। এসময় ডিজিএম নতুন বছরে সোনালী ব্যাংক গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের কথা আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে।
© Deshchitro 2024