|
Date: 2025-09-09 22:40:51 |
সোমবার বিকেলে নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতা আজাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুলের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
মো: খিজির আহমেদ, সভাপতি ৯ নং মল্লিকপুর ইউনিয়ন বিএনপি;
মো: সুজন শেখ, সহ-সাধারণ সম্পাদক নড়াইল জেলা ছাত্রদল;
মো: সুজাত সরদার, সাবেক সভাপতি ৯ নং মল্লিকপুর ইউনিয়ন ছাত্রদল;
মো: রুবেল হোসেন, যুগ্ম আহ্বায়ক মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল;
নাদিমুজ্জামান মাহিন, সভাপতি ছাত্রদল লোহাগড়া ইউনিয়ন;
মো: হোসেন শেখ, সাধারণ সম্পাদক ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল;
মো: রাকিব শেখ, সাধারণ সম্পাদক মল্লিকপুর ইউনিয়ন ছাত্রদল;
এছাড়া ছাত্রনেতা মাসুম, রমজান, আকাশসহ যুবদল নেতা মাহফুজ মুন্সী, লিপু, সোহাগ মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপি নেতা আজাদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
© Deshchitro 2024