|
Date: 2022-08-15 05:30:22 |
◾সিরাজুল হোসাইন:
আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। সেই ৭৫ সালে কালরাতে দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল অপশক্তির সহযোগিতায় সংঘটিত হয় এক নিষ্ঠুর-নির্মম হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ড ঘটানোর মধ্য দিয়ে এদেশে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতকরা চেয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষ্ঠুর-নির্মম হত্যাকাণ্ড মাধ্যমে রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতার লাল সূর্যকে অস্তমিত করতে। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যার সুনির্দিষ্ট পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু ছিলেন সাহসী ও জাতির অবিসংবাদিত নেতা। তিনি স্বাধীন বাংলাদেশকে একটি আধুনিক ও শোষণ-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধের প্রয়াসে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু ঘাতকরা তার এসকল কর্মকান্ডকে মেনে নিতে পারে নি। তবুও তারা তাকে পৃথক করতে পারেনি বাঙালি জাতির কাছ থেকে । তিনি থাকবেন বাঙালির হৃদয়ে। কিন্তু দুঃখের বিষয়, আজ তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হতে পারে নি। এখনো দেশে মদ, জুয়া, ঘুষ, দুর্নীতি এমনকি মানুষ হত্যার মত কাজ অহরহ ঘটছে। যা একটি স্বাধীন দেশের জন্য অমঙ্গল এবং বঙ্গবন্ধুর আদর্শের বহিভূর্ত । তাই আসুন আমরা আগস্ট মাসকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রেখে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং স্বপ্ন আঁকি একটি সোনালী ভূখণ্ডের, যেখানে থাকবে না কোন দুর্নীতি, অন্যায়, অবিচার। সকলের মধ্যে থাকবে ভ্রাতৃত্ববোধ। আর বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর এবং আত্মত্যাগী শহীদদের স্বপ্নের সোনার বাংলা। আর এটাই হোক শোকাবহ আগস্ট মাসের প্রত্যাশা।
সিরাজুল হোসাইন
লেখক ও সংগঠক
© Deshchitro 2024