লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বৃহত্তম প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মানবিক বিভাগ। প্রতিষ্ঠানের মাল্টিপারপাস কনভেনশন হলে মানবিক বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক নাসরিন সুলতানা ও প্রভাষক আখতার হোসাইন খান, নিজাম উদ্দিন, মোজাম্মেল হোসেন, রবিউল আউয়াল, রিমা আক্তার, তামান্না আক্তার প্রমুখ।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, এ দায়িত্ব প্রতিষ্ঠানে শিক্ষায় অগ্রগতি, শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলকে এগিয়ে নেয়ার জন্য যে চেষ্টা ও নতুন নতুন উদ্যোগ গ্রহন করবো। তিনি বলেন, জাতীয় মানসম্মত শিক্ষা ছাত্রছাত্রীদের প্রদানে সবাইকে একসাথে কাজ করতে হবে।







প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024