টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির ৩য় সভা ও ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।


আজ ১৪ সেস্টেম্বর ২০২৫  দুপুর দুই টা থেকে ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজিই গ্যালারিতে এ সভা ও ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন অনুষদের ডীনসহ, কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সদস্যগণ।


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। ওয়েবিনারে কিউএস র‌্যাঙ্কিং পদ্ধতি ও এতে আবেদনের কৌশলগত দিক নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে মূল আলোচনা উপস্থাপন করেন সংস্থাটির আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রিজিওনাল ম্যানেজার মিস্টার রামি আওয়াদ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024