|
Date: 2023-01-04 10:27:30 |
মানুষ মানুষের জন্য এ গল্পের বাস্তব উদাহরণ দিলেন শেরপুর-৩ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক জনপ্রিয় সংসদ সদস্য মরহুম এমএ বারীর পুত্র তরুণ নেতা আলহাজ্ব মোহসিনুল বারী রুমি। পৌষের প্রচন্ড শীতে যখন শীত নিবারনের লক্ষ্যে দরিদ্র জনগোষ্ঠীর মানুষেরা শীতবস্ত্রের অভাবে অতি কষ্টে দিনাপাত করে আসছিল। গরম কাপড়ের অভাবে সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে কন কনে শীতে হতদরিদ্র মানুষ গুলোর কষ্টের কমতি ছিল না। হিমেল বাতাসে স্বাভাবিক চলাফেরায় দেখা দিয়েছিল চরম দুর্ভোগ। ঠিক সেই মুহূর্তেই শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল নিয়ে ছুটে গেলেন আওয়ামী লীগ নেতা রুমি। ৪ জানুয়ারী বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাসরত হত দরিদ্র জনগোষ্ঠীর ৩ শতাধিক মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহসিনুল বারী রুমির নিজস্ব অর্থায়নে ভারেরা বাজারে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন আলহাজ্ব মোহসিনুল বারী রুমি। এ সময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো জিয়াউল আলম রিপন, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মোঃ আব্দুল্লাহ রানা, ঝিনাইগাতীর হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ফারুক হেলাল, সমাজ সেবক মানিক তালুকদার ইউপি সদস্য সাজু মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024