টাঙ্গাইলের মধুপুরে হত দরিদ্র্র ভাসমান শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ৩ জানুয়ারী মঙ্গলবার রাতে মধুপুরের বিভিন্ন স্থানে বসবাসরত ছিন্ন মূল ভাসমান হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র কম্বল মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন বিতরণ করেছেন। 

সারা দেশের মধুপুরেও প্রচন্ডশীত। সাধারণ মানুষ, ছিন্নমূল, ভাসমান, চা বিক্রেতাসহ নানা শ্রেনীর মানুষের মাঝে রাতে ঘুরে ঘুরে শহরের দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুরের সহকারি কমিশনার ভুমি জাকির হোসাইন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খানসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। শহরের শহীদ স্মৃতি রোড, থানা মোড়, বাসস্ট্যান্ড, সাথী সিনেমা রোড, নতুন বাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র অসহায় ছিন্নমুল, ভাসমান, চা বিক্রেতাদের মাঝে রাতে শীতের মধ্যে ঘুরে ঘুরে বিতরণ করা হয়েছে। এ শীতবস্ত্র বিতরণ অব্যহত থাকবে বলে তিনি জানান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024