◾ নিউজ ডেস্ক 


আজ বুধবার জমকালো আয়োজনের মধ্যদিয়ে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


১৯৪৮ সালে ৪ ঠা জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশের যেকোন ক্রান্তিলগ্নে সব সময় বিশেষ অবদান রেখে আসছে বাংলাদেশ ছাত্রলীগ। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই ছাত্র সংগঠন সবসময় জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আগামীর জন্য দেশের ছাত্র সমাজের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিচ্ছে। 


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাতুল আহমেদ খোকন, গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা সৌরভ চৌধুরী, তারাব পৌরসভার বর্ষীয়ান নেতা ইকবাল হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তপু সহ আরো অনেক নেতাকর্মী। 


অনুষ্ঠানে বক্তারা বলেন যে, বাংলাদেশ সরকারের মাননীয় পাট ও বস্ত্র মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক সাহেবের হাতকে শক্তিশালী করতে এবং জামাত শিবিরের নৈরাজ্য রুখতে সব সময় প্রস্তুত রয়েছে।


এছাড়াও বক্তারা আরো বলেন যে, গাজী গোলাম দস্তগীর সাহেব হলেন রূপগঞ্জের আলোর বাতিঘর, মূলত গাজী সাহেবের হাত ধরে রূপগঞ্জে নৌকার বিজয়ের মিছিল এবং উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘজীবী হবে বলে এই প্রত্যাশা রেখেছেন বিভিন্ন নেতাকর্মীরা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024