নোয়াখালীতে শিক্ষা উপকরণ বিতরণ, গাছ লাগানো ও  র‍্যালীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । 

বুধবার ( ৪ জানুয়ারী )  সকাল দশটায় নোয়াখালী জেলা ছাত্রলীগের উদ্যোগে নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

এসময় নোয়াখালী শহরে খন্ড খন্ড র‍্যালী নিয়ে পিটিআই স্কুলের সামনে নেতাকর্মীগণ মিলিত হয়। 
সেখান থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ  কার্যালয় গিয়ে সমাপ্ত হয়।  র‍্যালী শেষে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খাইরুন আনম সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমান, ছাত্রলীগ নেতা রুবায়াত রহমান আরাফাত, নাজমুল হুদা বাপ্পি প্রমুখ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024