সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়নের কামারকান্দি গ্রামের দক্ষিণ পাশে হাওরের পার থেকে একটি  গরু সহ দুই জন গরু চোরকে আটক করেন এলাকাবাসী,  ৪ নং বড়দল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুক মিয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান সেখান থেকে ৩ নং ইউপি চেয়ারম্যানের হাজী মোহাম্মদ ইউনুস আলীর সাথে আলোচনা করে যার ৪ নং ইউপি পরিষদের নিয়ে আসে।     

আটক গরু চোর  হলেন ১/ সারোয়ার মিয়া, গ্রাম কাউকান্দি 

২/দুলাল মিয়া গ্রাম খইলাজুরী


আটক হওয়া গরুর  মালিককে সঙ্গে নিয়ে এবং  এলাকার গন্য মান্য ব্যাক্তি গন কে সাতে নিয়ে  দুই জন গরু চোর ও একটি গরু সহ ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন আওতাধীন কামার কান্দি স্কুলের সামনে থেকে চোর ও  একটি গরু উদ্ধার করে 

৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়ে 

পড়ে , আটক  জিজ্ঞাসা বাদে জানাযায় সারোয়ার নামক চোর শিকার করে বলে এ পযন্ত মোট ৩ তিন টি গরুর চুরি সাথে স সে জড়িত আছে বলে জানান, পড়ে ২ চোরকে  তাহিরপুর থানা পুলিশের কাছে তুলে দেন চেয়ারম্যান ও এলাকার গন্য মান্য ব্যাক্তি গণ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024