|
Date: 2023-01-05 16:05:44 |
৪ই জানুয়ারী বুধবার রাত ৮ ঘটিকায় উজ্জ্বল স্মৃতি সংসদ বনাম এস.এম স্পোর্টিং ক্লাবের নাইট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জেলার পৌর এলাকায় উক্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে সম্মানিত অতিথি ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা আল আমীন খান হৃদয় ও এস.এম স্পোর্টিং ক্লাব এর প্রতিষ্ঠাতা মোয়াজ্জেম হোসেন দুর্জয়।
শহিদুল ইসলাম খান উজ্জ্বল ছিলেন সাবেক ফুটবলার। (১৯৯১-১৯৯২) আবাহনী ক্রীড়া চক্র লিমিটেড নেত্রকোণা জেলা দল, (১৯৮৪-১৯৯২)নেত্রকোনা জেলা দল, ১৯৮৩ সালে অনুর্ধ্ব ১৬ জাতীয় ফুটবল দলে খেলেন।
আরও তিনি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, তিনি আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক।
এই "শহিদুল ইসলাম খান উজ্জ্বল" নামটি থেকেই আসে উজ্জ্বল স্মৃতি সংসদ। এটি একটি অরাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠন।উজ্জ্বল স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালের জুলাই এর ২০ তারিখ। এই উজ্জ্বল স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করে তার সুযোগ্য পুত্র আল-আমীন খান হৃদয়।
৪ই জানুয়ারি উজ্জ্বল স্মৃতি সংসদ বনাম এস.এম স্পোর্টিং ক্লাবের সাথে একটি নাইট প্রীতি ফুটবল ম্যাচে অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে উজ্জ্বল স্মৃতি সংসদ ১-০ তে বিজয়ী হয়েছে।
© Deshchitro 2024