|
Date: 2023-01-07 12:45:39 |
চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনে ১ ফেব্রুয়ারী-২০২৩ আসন্ন সংসদ উপনির্বাচনে নৌকার বিজয় ত্বরান্বিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ানের সঞ্চালনায় মতবিনিময় সভায় নৌকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো রুহুল আমিন, জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌর মেয়র মো. মুখলেসুর রহমান, যুগ্ম সম্পাদক শরিফুল আলম, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকনসহ অন্যরা ।
বক্তারা আসন্ন নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার লক্ষে প্রচার প্রচারণার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের বিরাট একটি অংশকে নিয়ে সুবিধাবাদী চক্র নৌকার বিজয় কে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি মূলক প্রচার চালাচ্ছে নিজেদের ফায়দা লুটতে। নেতাকর্মী ও সাধারণ মানুষ কে এসব অপপ্রচার সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। বিগত নির্বাচন গুলোতেও এই ধরনের অপপ্রচার চালিয়ে দলের ঐক্য বিনষ্ট করার চেষ্টা চালিয়েছে এই চক্র। এদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে কৃষক লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
© Deshchitro 2024