|
Date: 2023-01-07 13:02:24 |
শ্যামনগরে প্রধান শিক্ষক আবুল বাশারের অনভিপ্রেত মৃত্যুতে শোক র্যালী ও মানববন্ধন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের অনভিপ্রেত মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে শোক র্যালী ও মানবন্ধনের আয়োজন করা হয়।
শনিবার বিকাল ৪টায় (৭ জানুয়ারী) উপজেলার চারটি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শ্যামনগর উপজেলা শাখা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি শ্যামনগর, ও বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শোক রালিটি নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্তরে মানববন্ধনের আয়োজন করে।
চিংড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের পরিচালনায় মানববন্ধন চলাকালে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরর প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক পরিমল কর্মকার, কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, অধ্যক্ষ আজিয়ার রহমান,প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ।
উক্ত মানববন্ধনে একাত্ততা ঘোষণা করে অংশ গ্রহণ করেন শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান সহ শত শত শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তাগণ প্রধান শিক্ষক আবুল বাশারের মৃত্যুর জন্য যে বা যারা প্ররোচনা যুগিয়েছে তাই তারা মামলার আসামী হোক বা মামলার বাহিরের হোক তদন্ত পূর্বক তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া বর্তমান ম্যানিজিং কমিটি বাতিলেরও দাবী জানান। উল্লেখ্য যে ,গত বুধবার প্রধান শিক্ষক আবুল বাসার তার এক আত্নীয়ের বাড়ীতে আম গাছে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন স্কুলের এসএমসি কমিটির কারণে যা তার পরিবার জানায়।
ছবি- শ্যামনগরে প্রধান শিক্ষক আবুল বাসারের অনভিপ্রেত মৃত্যুতে শোক র্যালী ও মানববন্ধন।
© Deshchitro 2024