|
Date: 2023-01-08 14:06:44 |
ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় বন খীরু নদীর পাড় কেটে ফসলী জমি তৈরী করার অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া বন খীরু নদীটি দখলে দূষণে একাকার। মেদুয়ারী গ্রামের মৃত জাহের আলীর ছেলে শহিদুল ইসলাম পরিকল্পিত ভাবে নদীর পাড় কেটে ফসলী জমি তৈরী করছে। রোববার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পাড়ের উঁচু জায়গার মাটি কেটে নদীর ঢালু জায়গা ফেলে সমান করে ফসলী জমি তৈরী করছে। এতে নদীটি ছোট হয়ে খালে পরিনত হচ্ছে।
বান্দিয়া গ্রামের একাধিক ব্যক্তি জানান, এভাবে নদীর পাড় কেটে জমি বানালে নদীটি সরু হয়ে খালে পরিনত হবে।
ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল বাকিউল বারী জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।
© Deshchitro 2024