শেরপুর জেলার ঝিনাইগাতীতে প্রয়াত ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মধ্যে ৩ শতাধীক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারী সোমবার সকাল ১১টায় স্থানীয় খাদ্য ব্যাবসায়ী সমিতির হল রুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস ছালাম। ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের সভাপতি ফকির সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লবের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহ জাহান আকন্দ, যগ্ম আহবায়ক আব্দুল মান্নান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক। এসময় অন্যান্যদের মধ্যে ডাঃ সেরাজুল হক স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহিদুল্লাহসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024