|
Date: 2023-01-10 07:20:37 |
হবিগঞ্জের চার উপজেলা সিএনজি মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সহসভাপতি হলেন এস আর সবুজ।
শনিবার ( ৭ জানুৃয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জের উমেদনগর খোয়াই নদীর উত্তর পাড় সিএনজি মালিক সমিতির কার্যালয়ে হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সিএনজি মালিক শ্রমিক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে এস আর সবুজ কে চার উপজেলা ( হবিগঞ্জ খোয়াই নদীর উত্তর পাড়, আজমিরীগঞ্জ, বানিয়াচং, দক্ষিন বানিয়াচং, নবীগঞ্জ থানা স্ট্যান্ড) সিএনজি মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সহসভাপতি করা হয়। উল্লেখ্য যে, এস আর সবুজ বানিয়াচং সিএনজি মালিক সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং ১০৭৪) এর বর্তমান সাধারণ সম্পাদক।
© Deshchitro 2024