|
Date: 2023-01-11 08:43:37 |
গ্রামীণ ব্যাংক মুন্সিরহাট পরশুরাম শাখার কম্বল বিতরণ
গ্রামীণ ব্যাংক ফেনী যোনের ছাগলনাইয়া এরিয়ার মুন্সিরহাট পরশুরাম শাখা কতৃক ১১ই জানুয়ারি বুধবার শাখা কার্য্যালয়ে সংগ্রামী(ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।এ-ই সময় উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক ছাগলনাইয়া এরিয়ার সুযোগ্য এরিয়া ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান,শাখা ব্যবস্হাপক মিতা বড়ুয়া, সেকেন্ড ম্যানেজার মোঃসামছু উদ্দিন লিটন, অফিসার মোহাম্মদ গোলাম ছারওয়ার, আমজাদ হোসেন, নাছরিন সুলতানা,আছমা আক্তার।
গ্রামীণ ব্যাংক বিগত করনা কালীণ সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগ কালীণ সময়ে অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
গ্রামীণ ব্যাংক ফেনী যোনের ৪৭ টি শাখায় কম্বল বিতরণ কার্ডক্রম চলছে।
© Deshchitro 2024