সর্বনাশা আগুনে লেলিহান শেখায় পুড়ে ছাই গবাদি পশু ,ক্ষতি আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকা । বলছিলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী  উপজেলার ৫ নং দুওসুও  ইউনিয়নের  কথা।  গতকাল অনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময়  কালমেঘ বরমতোল গ্রামের  মোঃ সাইফুল ইসলাম ও  মোঃ সাইদুর  হকের গোয়াল ঘরে  আগুনের সূত্রপাত ঘটে   । আগুনের ভয়াল থাবাই  তাৎক্ষণিকভাবে দুটি বিদেশি গরু ,একটি দেশি গরু , একটি ছাগল, পঁয়ত্রিশ  টি  মুরগি ও চারটি হাঁস জ্বলে ছাই হয়ে যায় । দগ্ধ হয় পাঁচটি গরু এবং পুড়ে  যায় একটি পাওয়ার টিলার  এর কিছু অংশ।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় , গোয়াল ঘর  ও খড়ির ঘর পাশাপাশি  থাকায়  দ্রুত আগুন ছুঁড়ে পড়ে এবং মুহূর্তেই  ক্ষয়ক্ষতি ব্যাপক হয়ে দাঁড়ায় । আশেপাশের লোকজন  আপ্রাণ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও এ ক্ষতির ব্যথা যেন বয়ে যাচ্ছে  এ পরিবার দুটির মাঝে । 

কি কারণে আগুনের  সূত্রপাত ঘটেছে, এমন প্রশ্নে দুটি পরিবারের ভিন্ন বক্তব্য থাকলেও  এলাকাবাসীর দাবি , রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে ।এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান , আমি এখনো সরজমিনে যায়নি  তবে যাব ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024