বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সৃজনশীল কার্যক্রমসহ সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কার্যালয়ে মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়।


বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব একটি পরিবার। যে কোন দুর্যোগ,সমস্যা বা ষড়যন্ত্র মোকাবেলায় ভাই ভাই হিসেবে একে অপরের পাশে থাকবে সবাই । এছাড়াও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সৃজনশীল সব কার্যক্রম অব্যাহত রাখার প্রতিও গুরুত্বারূপ করা হয়।


এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, আইন সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, শেখ সফিকুল ইসলাম সফিক, আব্দুল মালিক, ইমতিয়াজ আহমেদ লিলু প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024