নাজিবুল বাশার: টাঙ্গাইলের মধুপুর উপজেলার সরকার হিসেবে পরিচিত, মধুপুর পৌরসভার  তিন তিনবারের সাবেক সফল পৌর পিতা ও বিএনপি নেতা সরকার শহিদুল ইসলাম সহিদ (৫৩)  ১৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৫.০০ ঘটিকার সময় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল ফরমাইয়াছেন ।

জানাযায়,  হঠাৎ করে অসুস্থ্য হয়ে পরলে চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে তাঁকে আইসিউতে ভর্তি করা হয়। আইসিউতে থাকা কালিন অবস্থাতেই হৃদযন্ত্র অচল হলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তার রাজনৈতিক জীবনের শুরুতে ছাত্রলীগ পরে তিনি বিএনপির মধুপুর উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি মধুপুরে জনপ্রিয়তার শীর্ষে উঠে একাধারে তিন তিনবার মধুপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024