|
Date: 2023-01-14 12:04:46 |
নাজিবুল বাশার : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বিএপিকে উদ্দেশ্য করে বলেন তারা ২০০৮ সালের নির্বাচন মেনে নেয়নি। ২০১৫ সালের নির্বাচনকে কেন্দ্র করে তারা ১৫০ জনেরও বেশি মহিলাকে আগুনে পুড়িয়েছে। এখনও তারা আগুনের দগ্ধ জ¦ালায় অনেক কষ্ট পাচ্ছে। অনেক দুর্বিসহ জীবন যাপন করছে। এই যে বর্বরতা এই যে নিষ্ঠুরতা এটির সাথে কোন গণতান্ত্রিক চেতনার সাথে যায় না । এটি মানুষের গণতান্ত্রিক অধিকার হতে পারে না। তারা আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পার নাই। ২০১৫ সালে ৯০ দিন বেগম খালেদা জিয়া বিএনপি অফিসে আশ্রয় নিয়েছিলেন শেখথ হাসিনা দেশ থেকে পালানো না পর্যন্ত ঘরে ফিরে যাবেন না । ৯০ দিন পর ৯১ দিনের দিন তিনি মুখে কালিমা লেপন করে ব্যর্থতার গøানি নিয়ে গুলশানের বাসায় ফিরে যান। আবারও তিনি ২০১৮ সালে সুবোধ বালকের মত তারা নির্বাচনে অংশ নেয় এ জন্য তাদেরকে ধণ্যবাদ জানাই। আবার ২০২৪ সালের নির্বাচন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। আমার দৃঢ় বিশ^াস নির্বাচনে নিয়ে তারা আবার আন্দোলন আন্দোলন খেলা করবে। এ রকম কখনো হরতাল দিবে, কখনো অবরোধ, কখনো মানববন্ধন, কখনো তারা অবস্থান ধর্মঘট করবে এই করে করে তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা নির্বাচনে আসবে। তারা যদি নির্বাচনে না আসে তারা যদি মনে করে সরকারের পতন ঘটিয়ে নির্বাচনে আসবে, তারা যদি ভাবে ত্বত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচনে আসবে, এটা অবাস্তব সংবিধান বিরোধী। সংবিধানের আলোকেই নির্বাচন হবে। গতকাল ১৪ জানুয়ারি শনিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুরে আকাশী গ্রামে ১৪তম ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
© Deshchitro 2024