|
Date: 2023-01-15 08:15:48 |
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুসুদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত শনিবার (১৪জানুয়ারি) বিকেলে মধুসুদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে শহরের গাজীর মোড়ে সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, লেখক তাপস মজুমদার, সমীর দাস, প্রধান শিক্ষক স্বপন মন্ডল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, উদীচীর সভাপতি অনুপম মোদক, দলিত পরিষদের সভাপতি সুজন দাস প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024