|
Date: 2023-01-15 13:11:35 |
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া ভৈরব সেতুর দক্ষিণ পাশে সরিষা খেতের মধ্যে আনুমানিক ৩০বছর বয়সী অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় (১৫ জানুয়ারী রবিবার) দুপুরের পরে স্থানীয় এক ব্যক্তি গরুর ঘাস খাওয়ানোর জন্য গেলে হঠাৎ একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করে উঠে, তার চিৎকার শুনে উৎসুক জনগণ লাশটি দেখতে ভিড় জমায়। স্থানীয়রা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে একে একে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত হন। সন্ধ্যা পর্যন্ত শত শত লোকজন অজ্ঞত লাশটি এক নজর দেখার জন্য ছুটে আসে। অনেকের নিকট লাশটির পরিচয় জানতে চাইলে কেউই সঠিক পরিচয় জানেনা ।
অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান জানান,গলাকাটা লাশটির খবর পেয়ে তিনি ঘটনা স্থানে হাজির হয়েছেন ।কে বা কারা তাকে হত্যা করেছে,তা এখনও জানা যায়নি,তাছাড়া এখনও পর্যন্ত লাশটির পরিচয়ও পাওয়া যায় নি,লাশটির গলায় ধারালো অস্ত্র এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো টিম তদন্তের কাজ শুরু করেছে।
তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© Deshchitro 2024