শ্যামনগরে নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করলেন ৫৮৫ জন শিক্ষক
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নতুন শিক্ষা বর্ষের নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করলেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮৫ জন শিক্ষক।
প্রশিক্ষণের সমন্বয়কারী মেহেদী হাসান জানান, নয়টি বিষয়ে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সরকার নির্ধারিত পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণে ছাব্বিশ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ চলকালিন সময়ে বিভিন্ন সময়ে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, জেলা শিক্ষা অফিসার অজিত সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, ভেন্যু প্রধান প্রধান শিক্ষক ড.মোঃ আব্দুল মান্নান সহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।