|
Date: 2023-01-16 01:59:58 |
দ্বিতীয় বারের মত পিপিএম পদকে ভূষিত হওয়ায় মাসিক কল্যাণ সভায় নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রোববার ( ১৫ জানুয়ারী ) নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম ( পিপিএম - বার) দ্বিতীয় বারের মত পিপিএম পদকে ভূষিত হওয়ায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান'গণ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বার্ষিক পুলিশ সপ্তাহ ২০২৩ এ ২০২২ সালে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট ১১৫ জন উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের বিপিএম ও পিপিএম পদক প্রদান করেন। এতে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এ ভূষিত হন চার জেলার সুযোগ্য পুলিশ সুপার গণ।তন্মধ্যে নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম, অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল( পিপিএম) পদকে ভূষিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম কে পিপিএম পদক পরিয়ে দেন।
© Deshchitro 2024