বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) এর সারা দেশের ন্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখার আয়োজনে সকাল ১০টায় বিএনপির দুই গ্রুপের কার্যালয়ের সামনে থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

সোমবার (১৬ জানুয়ারী )  নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির আয়োজনে সেনবাগ দক্ষিণ  বাজারে ও উপজেলা পরিষদ গেইটের উত্তরে বিএনপির অফিসের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতিরোধ ও বিদ্যুতের দাম বৃদ্ধি বন্ধ করা সহ ১২ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। 

এসময় বিক্ষোভ মিছিল কে পুলিশ ও আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাঁধা প্রদান করলে ধাওয়া ও পাল্টা ধাওয়া সংগঠিত হয়। এতে কোন হতাহত হয়নি। 

এসময় উপস্থিত ছিলেন সাবেক বিরোধী দলের চীফ হুইপ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ জযনুল আবেদীন ফারুক, সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন , পৌর বিএনপির আহবায়ক মাস্টার আবদুল হান্নান লিটন, অপর গ্রুপের কাজী মফিজুর রহমান  সহ সেনবাগ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024