বাংলাদেশ ছাত্রলীগ রাজিবপুর উপজেলা শাখার দলীয় প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কোদালকাটি ইউনিয়ন  শাখার কমিটিতে মোঃ সবুজ মিয়াকে সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক রেখে আগামী ১ বছরের জন্য ৮ জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন হয়।


এরপর গতকাল সোমবার বিকাল ৫ ঘটিকার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ কোদালকাটি ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়ের সামনে থেকে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করে। বিজয় মিছিলটি কোদালকাঠি  বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় নবনির্বাচিত কমিটির সকলকে  ফুলের মালা দিয়ে বরণ করেন সাবেক ছাত্রলীগের নেতা কর্মীরা। নবনির্বাচিত সভাপতি সবুজ মিয়া বলেন,আমাদের  আকাঙ্খা আজ বাস্তবে রূপ নিয়েছে, সবাই যদি ধৈর্য্য ও দলের প্রতি আনুগত্য থাকি তাহলে আমাদের লক্ষ্যে পৌছানো সম্ভব । আমরা যেহেতু সবাই মুজিব সেনা তাই সকলে মিলে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই হবে আমাদের আজকের অঙ্গিকার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024