গ্রামীণ ব্যাংক শেরপুর লছমনপুর ও বাজিতখিলা শাখার উদ্যোগে সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারী বুধবার বিকেলে শেরপুর শাখায় এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের জোনাল ম্যানেজার মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক শেরপুর জোনের অডিট অফিসার মোঃ মুনসুর আহাম্মেদ ও শেরপুর এরিয়া ম্যানেজার মুকুল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক শেরপুরের শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, লছমনপুর শাখা ব্যবস্থাপক আব্দুল জলিল, বাজিতখিলা শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউল হক, হাতীবান্দা শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ মামুনসহ অন্যান্যরা। কম্বল বিতরণকালে জোনাল ম্যানেজার আবুল হোসেন বলেন, গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ ও উদ্দেশ্য গরীব অসহায় দুস্থদের সেবা প্রদান করা। এলাকায় এখনো অনেক ভিক্ষুক রয়েছে। যারা দু-বেলা দুমুঠো খাবার খেয়ে কোন রকম জীবন যাপন করছে। তারা পারছে না শীত নিবারনের জন্য শীতবস্ত্র (কম্বল) জোগাড় করতে। ফলে তারা এই শীতে খুব কষ্টে দিনাতিপাত করছে। তাই শীত নিবারণের জন্য গ্রামীণ ব্যাংকের পক্ষ হতে আমরা সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024