১০ পেরিয়ে ১১ তে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে এশিয়ান টেলিভিশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়। 

এশিয়ান টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি গোলাপ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী।

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট মডেল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকার, 
জয়পুরহাট টেলিভিশন রিপোর্টাস ক্লাবের সভাপতি মোমেন মুনি, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, জয়পুরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশীদ মামুন, দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, এসএ টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও, মাছরাঙ্গা টিভির সংবাদ দাতা আল মামুন, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মিলন রায়হানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।  

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকির ব্যানারসহ অনুষ্ঠানে আগত সকল অতিথি ও সাংবাদিকবৃন্দ একটি র‍্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024