|
Date: 2023-01-19 06:31:35 |
তাহিরপুরে বসত ঘর নির্মানের জেড় ধরে সংঘর্ষে নিহত ১,আহত হয়েছে ২।বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও মজিদ মিয়া জানান, শ্রীপুর গ্রামের তাহের আলী দুই তরফে ৬ ছেলে রেখে ১৫ বছর পূর্বে মারা যান। মারা যাওয়ার পর থেকেই পুত্রসন্তানরা প্রায়ই জায়গা জমিন নিয়ে ঝগড়া বিবাদ করে আসছে। প্রথম তরফের পুত্র সন্তানরা হলো নুরুল আমিন,শাহজাহান,নুরুল হক ও শাহ আলম। দ্বিতীয় তরফের পুত্র সন্তানরা হলো, শাহজামাল ও শাহপরান। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় তরফের সন্তান শাহজামাল বসতঘর নির্মাণের প্রস্তুতি নিলে প্রথম তরফের সন্তান শাহজাহান,নরুল হক ও শাহ আলম বাঁধা দেন। এ সময় তাদের বড় ভাই নুরুল আমিন তাদের বলেন, আমরা ঘর বাঁধলে তারা কোন বাঁধা দেয় না তাহলে তুরা কেন বাঁধা দেস। নুরুল আমিন এ কথা বলায় তার আপন ভাই শাহজাহান,নরুুল হক ও শাহ আলম তাকে মরধর করলে ঘটনাস্থলেই নুরুল আমিন মারা যান। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমি মারামারির ঘটনাস্থলে যাচ্ছি।
© Deshchitro 2024