আজ (বৃহস্পতিবার) যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিটের নতুন সদস্যদের নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে । সকাল ১০ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা । তারপর যুব রেডক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিটের মডারেটর জনাব সেখ সাব্বির আহমেদ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং নবীন সদস্যদের স্বাগত জানান ।


ছাত্রদের রেড ক্রিসেন্টের মতো সংগঠনগুলোর সঙ্গে যুক্ত থাকার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, ছাত্রজীবনই যেহেতু জ্ঞানার্জন ও অধ্যবসায়ের সবচেয়ে উপযুক্ত সময়, তাই এ সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকাও গুরুত্বপূর্ণ ।




অনুষ্ঠানটিতে যুব রেডক্রিসেন্টের নবীন সদস্য ছাড়াও ইউনিটের ৮টি গ্রুপের প্রায় কয়েকশ সদস্য অংশগ্রহণ করে । উল্লেখ্য যে, ২০০৪ সাল থেকে যুব রেডক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিট তাঁদের কার্যক্রম চালিয়ে আসছে । 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024