শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতীরা শ্যামনগর উপজেলার বিদ্যুৎ স্পৃষ্টে  মোঃ সাত্তার সরদার(৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের মৃত আইজুদ্দিন সরদার এর পুত্র।

 বৃহস্পতিবার(১৯ জানুয়ারী) দুপুরের দিকে বৈদ্যুতিক মটরের মাধ্যমে বোরো ধানের খেতে পানি দিতে যেয়ে আকস্মিকভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। পর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।

মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, পার্শ্বেখালি গ্রামের মোঃ সাত্তার সরদার বোরো ধানের েেত পানি দিতে যেয়ে মোটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন।

 মৃত কৃষকের স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024