|
Date: 2023-01-19 17:26:28 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।
আটককৃতরা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৮ নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলাম (৩২), ৮৯ নম্বর ক্লাস্টারের সালাম (১৫), ৬১ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম (২০)।
স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের চর বালুয়া এলাকায় কয়েকজন ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে তাদের জিজ্ঞেস করলে তারা রোহিঙ্গা পরিচয় দেন। পরে রাত সাড়ে ৪টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
এ বিষয় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসেন আটক রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক রোহিঙ্গাদের আজ ভোর ৬টার দিকে আবারও ভাসানচর পাঠানো হয়েছে।
© Deshchitro 2024