চট্টগ্রাম   কর্ণফুলী নদীর তীরে   অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় আটটি পাকাঘর ও দুটি ঝুপড়িঘর সহ ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

২০ জানুয়ারি  ( শুক্রবার )   দুপুরে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং ও জামিউল হিকমা নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা  হয় ।

অভিযান পরিচালনা  বিষয়ে  ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা গণমাধ্যম কে  বলেন, নদীর তীরে  অবৈধ দখলদার  কাউকে ছাড় দেওয়া হবে না। নদীর তীর  জনগণের সম্পত্তি। এ সম্পত্তি রক্ষা ও  এখানকার পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের  উচ্ছেদ অভিযান আগামীতেও  অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024