|
Date: 2023-01-21 03:10:19 |
নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ইউনিয়ন সম্মেলন বাস্তবায়নে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গত শুক্রবার (২০ জানুয়ারী ) বিকেলে সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষে সাধারণ সম্পাদক আবদুল ছাত্তার কে মারধর করে পুকুরে ডুবানো নিয়ে চিন্তিত সেনবাগ আওয়ামী লীগের তৃণমূলের সমর্থকেরা।
নোয়াখালীর সেনবাগ আওয়ামী লীগের ইউনিয়ন সম্মেলন নিয়ে মাঠপর্যায়ের বিভিন্ন এলাকায় তৃণমূলের সমর্থকেরা উৎসাহ উদ্দীপনায় সম্মেলন সফল করার লক্ষ্যে কিছু বাস্তবতা নিহিত বক্তব্যে চলে আসছে যে, প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলে প্রকৃত পক্ষে দেশ ও দশের মঙ্গল বয়ে আনবে নচেৎ আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।
মাঠপর্যায়ের সেনবাগের ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সমর্থকগণের মধ্যে থেকে ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হানিফ ঠিকাদার বলেন, তৃণমুলের নেতাকর্মীদের দাবী দলীয় কাউন্সিলরগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করলে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তিনি আরো বলেন, এতে নির্বাচিত ব্যাক্তি ও পরাজিত ব্যাক্তি উভয়ই সন্তুষ্টির সাথে দলীয় নেতা-কর্মীদের সমর্থন লাভ করবে। এবিষয়ে পূর্ব লালপুর খানপুর বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মোঃ কবির ইসলাম বলেন, আমরা চাই দলীয় কাউন্সিলরগণের ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়ন হউক। সম্মেলন সম্পর্কে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর মোঃ জাকির হোসেন বলেন, আমাদের দাবী সরাসরি ভোটের মাধ্যমে সম্মেলন বাস্তবায়ন করা হউক।
© Deshchitro 2024